জীবনের সত্য
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
ভালোবাসা বেঁচে থাকবে
গোলাপের গায়ে।
ভালোবাসা জেগে থাকবে
পূর্ণিমার আলোয়।
ভালোবাসা হেসে খেলে থাকবে
নতুন জন্মে।
ভালোবাসা রঙিন থাকবে
রামধনুর রঙে।
ভালোবাসা জীবন্ত থাকবে
ঝর্ণার উদ্দামে।
ভালোবাসা গভীর থাকবে
সাগরের অতলে।
ভালোবাসা সবুজ থাকবে
বসন্তের দিনে।
ভালোবাসা স্বস্তির বার্তা আনবে
মেঘেদের সাথে।
ভালোবাসা সবকিছুকে ভালো রাখবে
ভালোবাসা দিয়ে।
ভালোবাসা প্রাণ জাগাবে
ভোরের সূর্যে।
ভালোবাসা চির অমর থাকবে
ঈশ্বরের বাসস্থান মন'এ।
ভালোবাসা ভালোবাসায় থাকবে
ভালোবাসাতে।
শুধু যাওয়া আসা হবে,
থেকে যাবে টুকরো টুকরো স্মৃতি ভালোবাসাময়
বিশ্বে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫ জুন,২০২৩, সকাল ১১টা, বারুইপুর
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।