কাঁচা মরিচ সোনার হরিণ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সোনার বাংলা কৃষির দেশ মরিচ নাই বাজারে,
কাঁচা মরিচ সোনার হরিণ দিবে কে উহারে !
তাও যদি পাই তারে পুড়ে যায় পরানখানি,
এক হাজার টাকা দিয়ে এক কেজি কিনে আনি!
ইতিহাসের সেরা দাম
কাঁচা মরিচ কিনলাম।
কেউ নাই দেখে তারে প্রকৃতির বদনাম
স্তরে স্তরে সিন্ডিকেট টাকা সব খোয়ালাম।
আইনের প্রয়োগ নাই দেশে
কাঁচা মরিচ উল্লাসে !
হায় হায় সোনার বাংলা, কৃষি প্রধান বাংলাদেশ,
কাঁচা মরিচ সোনার হরিণ বাজার হতে নিরুদ্দেশ।
----------------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০২-০৭-২৩ ইং।
******************************


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।