কত প্রাণ ডেঙ্গুতে ঝরে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কত প্রাণ ডেঙ্গুতে ঝরে শ্রবাণের রাত!
এডিস মশার কামড়ে কত সন্ধ্যা, কত প্রভাত।
জীবনপাত্রে কত যে মরণ ছোবল বরষে
তবু কত কি আয়োজন করি
ডেঙ্গু মশা বিস্তার লাভে ঘরে বাইরে হরষে!
ফ্রিজের ট্রেতে পানি, ছাঁদের উপর ফুলের টপ
নোংড়া ড্রাসবিন, পানি জমা ড্রেন
বৃষ্টি পড়ে টপ টপ !
কত উল্লাসে ঘুমাই মশারি খুলে -দ্বার খুলে
প্রাণ ঘাতক এডিস মশা রক্ত চুষে শূলে শূলে
কত প্রাণ ডেঙ্গুতে ঝরে আমাদের ভুলে !
যদি একটু সচেতন হই হৃদয়ের ডানা মেলে
হয়তো বেঁচে যাবে অনেক প্রাণ,
জীবন ঘাতক ডেঙ্গুর হবে অবসান।
----------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।