রহস্যময়ীর অবদানে
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

নষ্ট হওয়া কষ্টেরা আজ উন্মাদনায়,
পথভ্রষ্ট স্বপ্নেরা সব নতুন আশায়,
জেগে থাকা চাঁদ,
জোনাকির রাত,
নিঃস্বঙ্গ প্রাসাদ,
আত্মার নিনাদ,
সবাই শুধু প্রতিক্ষায় ৷
তোমার একটি অব্যক্ত অনুভূতি
আবেগের ঝর্ণা বানিয়ে চলে,
যান্ত্রিক নিশাচরকেও বন্দী করে
বিস্ময়ের জেলে ৷
প্রত্যাশারা রঙ্গীন পাখা মেলে ৷

ভবিষ্যৎ দ্রস্টার মত ক্ষমতা তোমার,
অস্পৃশ্যতায় আমাকে ভাবায় অজস্রবার ৷

এলোমেলো ঘাসফুলে সাজানো বকুল,
অযাচিত পরিচয়ে ফোঁটানো ফুল ,
তৃষ্ণার্ত চাতকের ভুল
নাকি স্বপ্নমুকুল?
রহস্যময়ী,
তোমার অবদানেই
হৃদয়ে এসেছে জোয়ার
ভাসিয়ে দুকূল ৷

রচনাকাল:১৫-০৯-২০১৪ইং
সময়:রাত ১:০০টা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।