আমজনতার প্রশ্ন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শুধু আজ দেশ প্রেমের ডাকে,
লিখতে হচ্ছে কিছু কথা আমাকে।
আমজনতার প্রশ্ন ক্ষমতার সমাজে !
কেন মসনদে দুর্ণীতির ধ্বনি বাজে ?
ওরা কারা বিদীর্ণ্ করেছে স্বাধীন মাটি,
চারিদিকে কেন দুর্ণীতিবাজদের ঘাঁটি ?
জনতার প্রশ্ন কেন ওদের আনাগোনা,
তুমি কি তা দেখ না ?
এত অর্থ্ বৈভব, এত ক্ষমতা , এত দাপট
ওরা কোথা হতে পায় ?
দেশে বাড়ী -গাড়ি, বিদেশে আস্থানা
আমিতো দেখিনা মাতৃকার প্রতি কোন চেতনা।
শিকল বেড়ী পড়াও, ওপেন ফাঁসি দেও
জনতার সম্মুখে ।
আমজনতার প্রশ্ন ওরা কেন এত সুখে ?
------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।