আলোর নীচে আঁধারের দোলা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কম্পিত প্রাণ, বিষণ্ণ রাত, আলোকিত দিন আনো
তুমি জাতির বিবেক, শিক্ষার আলো
তবু কেন আঘাত হানো ?
তোমার বিষাক্ত ছোবলে সন্তান মৃত প্রায় !
আমি পিতা ভীত , শঙ্কিত অনিন্দ্রায়,
যেখানে তুমি নিরাপত্তার ঘাঁটি, সেখানে কেন ভয় !
আজ শত প্রশ্নের উদয়
তুমি নও নিরপেক্ষ, তুমি নও চরিত্রবান
হারিয়েছো মর্যাদার মহিমা, মান-সম্মান।
তুমি এখন চরিত্রহীন অন্ধার প্রাণ
নিশীথ ব্যাবসায়ী—
আলোর নীচে আঁধারের দোলা, দুষ্টের ভেলা !
আমি পিতা ভীত , শঙ্কিত অনিন্দ্রায় সারা বেলা।
----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৩-০৭-২৩ ইং।
******************************
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।