মন চায় তোমায় শতকোটি চুমি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মন চায় তোমায় শতকোটি চুমি
মন চায় আঠাঁর মতো লেপ্টে থাকি তোমার সঙ্গে মন তোমার মাথা বুলিয়ে দেই
মন চায় তোমার কেশ বিনুনি করে দেই
মন চায় তোমার পায়ে আলপনা এঁকে দেই
মন চায় তোমার চোক্ষে তাকিয়ে থাকি সারাক্ষণ
মন চায় তোমার কোলে ঘুমাই....
কিন্তু বিবাহ ছাড়া এসব অনুচিত
বিবাহ তো করছো না
মিছে আশা করে আছি।
যাইহোক তোমার ইচ্ছে
বড্ড নির্লজ্জ্ব আমি।
কোন কিছু ভুল করে থাকলে ক্ষমা করিও।
সতত তোমার পাশে আছি.....
সব তোমার ইচ্ছে....
বর হোক,বন্ধু হোক
আগাছা হোক আছি তোমার সঙ্গে
তোমাকে কখনো ভুলতে পারবো না
হাজার ভুলতে চেষ্টা করি না কেন....
সব সময় মনে পড়ে গতরাতে তো ঘুম হয়নি আমার তোমাকে ভেবে ভেবে শেষ.....
০৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।