ধর্ম বিরোধী কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এক ধর্ম অপর ধর্মের উপর করে ঈর্ষা
একে -অপর কে পেলে মারতে চায় পিষিয়া,
ধর্ম যেন ঈর্ষার অস্ত্র
ঈর্ষা নয় কোন ধর্মের শাস্ত্র।

নিজ ধর্ম শ্রেষ্ঠ বানাতে
অপর ধর্মের সঙ্গে করি লড়াই,
জিহাদ- দাঙ্গা লাগিয়ে
ধর্মের করি বড়াই।

ধর্মের চশমা পড়ে হারিয়েছি
মনুষ্যত্বের গুণ,
ধর্মে শান্তি নাই
ধর্ম মানে আগুন।

ধর্ম নিয়ে জাতা-জাতি
গোত্র নিয়ে ফাটা-ফাটি
মানুষ হয়ে কাটা-কাটি
সব হচ্ছে ধর্মের জন্য
ধর্মের জন্য মানব সমাজ বন্য....


০৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।