কান্নার জল পান্নাপাথর
- আশরাফুন নাহার

তোমার যাবার পথ ধরে কেঁদেছি,আশ্বিনের হঠাৎ প্লাবনে ভিজেছি,
আমি তোমার কান্নার জল দেখেছি,
আমার মতো অঝরে ঝরো না তুমি,দেখেছি তোমার কান্নার জলে পান্নাপাথর।
যাবার বেলায় দাঁড়িয়ে নিথর,
পেছনে ফিরে তাকালে বিদায়ী আমি বানভাসি আর তোমার চোখে পান্নাপাথর
ঐ পাথর তো কথা বলে,
বলে আমায় কেন জড়ালে মায়ায়,
পিছুটান রেখে কি ফেরা যায়।
আমি নির্বাক শুধু কেঁদেই চলেছি,
সান্তনা নেই তোমার চোখের বানীতে,
কষ্টে পাথর হওয়া চোখের পানিতে,
ছিল কিছু স্মৃতি করে দেওয়া উষ্ণতা,
আমি দেখেছি তা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।