মুখোশধারী বাচাল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কতক মুখোশধারী বাচালের অভিনব অভিলাস,
স্বাধিীন বাংলার দিগন্তকোণে তুলেছে নাভিঃশ্বাস !
যেখানে ফুলে ফলে ভরা অমৃত রাজ্য ছিল
যেখানে পদ্মা মেঘনা যমুনা প্রাণবন্ত ছিল
যেখানে ছিল প্রেম ভালবাসার মঞ্জরী
সেখানে বাচালের উত্তাপে ফোটে, বিচ্ছিন্ন শর্বরী,
বিশ্বাস ঘাতকতা যার নিত্য সহচরী
তারে নিয়েই আজ আমরা সুর ধরি।
রক্তে যার দুঃশাসনের নেশা চিরন্তন
তাদের কি হয় শুভ্র মন?
এক অভিনব অভিলাসে মুখোশধারী চৌদিকে
বাচালের ভঙ্গিতে নাচাচ্ছে স্বাধীন বাংলাকে।
ক্ষমতা লোভীরা কুট কৌশলে জাগ্রত
হে বাংলার প্রহরী এখনই ওদের করো প্রতিহত।
----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৭-২৩ ইং।
******************************
০৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।