কঠিন আঘাত লাগে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এখন প্রেম ভালবাসা নেই হৃদয় সত্তায়,
কঠিন আঘাত লাগে আত্মমর্যাদায়-
জীবন ঘিরে চৌদিকে লোভ লালসা ঘূর্ণিপাক
অর্থের দম্ভে চিৎকার করে বুভুক্ষার কাক।
সৎ আদর্শ্ ন্যায় নীতি বিষ্ময়ে হতবাক।
জনে জনে দুর্ণীতির উৎসব বাংলার পথ-ঘাটে
নিরন্ন দেশ প্রেম নির্জ্ন হাটে হাটে।
চোরে চোরে নেই কোন রাত্রির দ্বন্দ্ব
এখানে শুধু বিচারকের চোখই অন্ধ।
উ্জ্বল আকাশে তাই কালো মেঘের ভেলা।
স্বাধীন বুকে লেগেছে পরাজয়ের দোলা।
চৌদিকে দেশ দ্রোহীদের দুরভিসন্ধি,
কঠিন আঘাত লাগে
যখন দেখি এইসব পঁচা কুসুমগন্ধী।
---------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৭-২৩ ইং।
******************************
০৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।