আদর্শ্ মানুষেরা ঠকে যায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা
মানুষের স্পন্দিত প্রাণের কোষে কোষে,
কৃতজ্ঞতার উজ্জ্বল নক্ষত্র গেছে খসে ।
ঠকানোর তুমুল সংঘাত প্রত্যেক স্নায়ুতে,
হিংসের বীজ বুঁনেছে রক্ত স্মাত স্রোতে।
আদর্শ্ মানুষেরা ঠকে যায়
দিনের নীলাভ শেষ আলোয়।
বিশ্বাস ঘাতকেরা গর্জে উঠে দুর্লক্ষ্য সংকেতে
প্রতিদান দিতে স্বীকার করে না কোনমতে ;
তবু ঠকানোর চাইতে ঠকে যাওয়া ভালো,
অভিশাপের বিষাক্ত ধূঁয়া করে না কালো।
পথে পথে অপেক্ষা করে ফুলের অভ্যর্থনা
এটা হয়েতো অকৃতজ্ঞের অজানা-
করুক ওরা নিন্দাবাদ, ভেঙ্গে ফেলো অবসাদ !
সম্মুখে তোমার সোনালী রুদ্রের প্রসাদ।
-------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৭-২৩ ইং।
******************************
০৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।