এ কি সংবাদ প্রবাহ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
গণমাধ্যমের এ কি সংবাদ প্রবাহ !
কি ভয়াবহ ! কি দুঃসহ !
কি যৌক্তিক, কি অযৌক্তিক অহরহ।
হরহামাশাই ছাপা হয় -বলা হয়
যাচাই বাচাই কোথাও নাহি হয়।
কেমন যেন হলুদ বর্ণ্ সদা দেয় উঁকি
এই গণমাধ্যম যেন ইজ্জতের ঝুঁকি।
এ কি সংবাদ প্রবাহ, এ কি ভয় !
গণমাধ্যম তো বিচ্ছুতি হবার কথা নয় ।
সত্য প্রবাহে ভেঙ্গে ফেল পাথর বাধা
মুক্তির আলো দাও পূর্ণিময় সাদা।
বস্তু নিষ্ঠ সংবাদে জাতি হতে চায় ধন্য ।
এ কি সংবাদ প্রবাহ, ভিতরটা শুন্য ।
দর্পণের ছবি কেন উল্টো পথে চলে
সাদা-কালো হলুদ রঙের কোলাহলে--
-----------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৭-২৩ ইং।
******************************
০৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।