অধিকার বুঝে নাও
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ষড়যন্ত্রের আগুন ছড়িয়ে পড়েছে সারা বাংলায়,
কি হবে আর হাত গুটিয়ে বেঁচে থাকায় ?
কতদিন তোতা পাখি হয়ে থাকবে আর
আর কত কুঁড়াবে ফেলা দেওয়া উচ্ছিষ্ট হাড় ?
রক্তাক্ত ক্ষতে ধুঁকে ধুঁকে চলবে কতদিন ?
অধিকার যেখানে গভীর শুন্যতায় প্রতিদিন
সেখানে তুমি নিশ্চুপ আর কতকাল ?
এবার অধিকার বুঝে নাও তাজা রক্তে
ওদের হাতে পড়াও ডান্ডা বেড়ি, পায়ে শিকল
আর পোষা বিড়াল হয়ো না,ধিক্কার করো
ওইসব ভীতু প্রাণের বশ্যতাকে
চলো যুদ্ধের ময়দান, ঘরে থাকার বদলে
সন্ধান করি মুক্তি দাউ দাউ রাঙা অনলে।
কতদিন তোতা পাখি হয়ে থাকবে আর
আর কত কুঁড়াবে ফেলা দেওয়া উচ্ছিষ্ট হাড় ?
-------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************
০৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।