কষ্ট আমার শেষ সম্বল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কষ্ট আমার আসল দয়িতা
আমার আসল জীবন সঙ্গীনি!
সবাই চলে গেছে শুধু কষ্ট চলে যায়নি
কষ্টের ভালবাসার কাছে আমি হেরে গেছি?
হে কষ্ট তুই আছিস থাক!
তুই ছাড়া কেউ আমার আপন নেইরে
তোর ভালবাসার কাছে আমি মুগ্ধ
তুই আমায় কখনো ছেড়ে যাস না!
তুই চলে গেলে আর কি নিয়ে বাঁচব বল
তুই আমার ভালোবাসা
তুই আমার মনোবল
এই রিক্ত জীবনে তুই আমার শেষ সম্বল??
০৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।