চাটুকারদের সু-দিন
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এখানে এখন তৈলবাজ চাটুকারদের সু-দিন !
এখানে নম্র ভদ্র জ্ঞানী গুনি জন-নিদ্রাহীন।
আজব দেশ !এখানে মন্থর সত্যের হাওয়া,
এখানে পেশী শক্তি অর্থ্ বলের সম্মুখ যাওয়া।
এখানে সত্য বললেই জেল জুলুমের ঝাপটা
এখানে ন্যায় বিচারক দিয়েছে ঘোমটা
ক্ষমতার কত রঙ ঢং কত বৈচিত্রে হাসে
সত্যেরা এখানে কত নির্ম্ম পরিহাসেই
মাদকের করাল গ্রাসে জাতির ছেলে-মেয়ে
জাতি ধ্বংসে কত উৎসব! কত গান গেয়ে
তৈলবাজ চাটুকারেরা আগুন দিয়েছে চুলোয়
এখানে তো অধিকার মৃত ! ধূসর রঙের ধুলোয়।
প্রতিবাদী ভয়ে লুকায়ে আছে বদ্ধ করে,
এখানে দেশপ্রেমিকের বুক রক্ত ক্ষরণ
অপমানের ডরে--
-----------------------------------------------


রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************


০৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।