চুম্বন মাষ্টার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দেহ প্রাণে এসেছে রোমান্টিক জোয়ার !
ক্ষণে ক্ষণে তেড়ে যায় চুম্বন মাষ্টার।
তাইতো শিক্ষা ভগ্ননীড়—
চুমাচুমি ঠোঁটে ঠোঁটে শান্ত নিবিড় ।

চরিত্রহীনতা কি উচ্ছল !
প্রণয় সন্ধানী ব্যাকুল জল।
কতখানি হিংস্র হয়েনা মিঠু মাষ্টার !
সহকর্মী - ছাত্রীর নেই তো নিস্তার।

এ কি বিস্ময় ! একি অবক্ষয় !
এই শিক্ষকের ছোবলে কেউ নিরাপদ নয়
পিতা-মাতার পরে যার স্থান
আজ কেন পদধূলিত-অপমান ?
------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************


০৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।