ক্ষয়ে ক্ষয়ে শেষ
- রফিকুল ইসলাম রফিক
একের বেশি সন্তান মায়ের হতেই পারে হয়
মায়ের কাছে সবাই প্রিয় কেউ তো একা নয়
সেই মায়েরে ক্যানবা তোরা একলা পেতে চাস
জানিনা কোন, কিসের মোহে ভাইকে করিস লাশ
আঘাত করিস পশুর মতো বলিস তারে ভাগ
লাগলো তখন কি পরিমাণ মার কলিজায় দাগ
মায়ের তখন ক্যামন লাগে ক্যানরে খুঁজিস না
আকুল ব্যাকুল ক্যান মা করে তাও কি বুঝিস না?
ক্যান মা কাঁদে কি যাতনায় বোবা হয়ে থাকেন
নীল বেদনা আপন মনে পুষে পুষে রাখেন।
অন্তরে মা কাঁদেন তবু বাহিরেতে হাসেন
অপরাধী সন্তানকে মা তবু ভালোবাসেন
নিরব মায়ের নিরব ভাষা সন্তান বোঝে না
সবল হয়ে পেশীর জোরে আসল খোঁজে না
আবার যখন দুর্বল খোকা শক্তি ফিরে পায়
ভাইয়ে ভাইয়ে আবার তখন হড়িক লেগে যায়
এ সব দেখে মায়ের ভেতর ক্ষয়ে ক্ষয়েই শেষ
থামে যখন যুদ্ধ তখন নাইরে অবশেষ
মাকে পেতেই মরিয়া খোকা ভাইকে মারে তাই
আসলে যে মা-ই মরেন বোঝার মতি নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।