দুঃখ হবে না শেষ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ জাতির দুঃখ হবে না শেষ যতই করি কামনা,
যে জাতি নিরুৎসাহে দেশ প্রেমে অন্যমনা ।
তার কপালে নেইকো সুখ ,নেইকো বিজয় উৎসব,
যেখানে শাসকেরা খাই খাই লুটপাটে সরব
এজলাসে বিচারক নিরব !
সেখানে বৃথাই চিৎকার ! বৃথাই আর্তনাদ !
স্বাধীনতার বুকে রক্ত ক্ষরণ, বিপুল কষাঘাত।
এমন দুঃসহ দিনে
এ জাতির দুঃখ হবে না শেষ কোনদিনে ।
যে জাতি ভাল মন্দ বুঝে আপন দলের অন্ধে
সে জাতির পঁচন ধরে ডাল পালে রন্ধে রন্ধে।
যে জাতি স্বৈরতন্ত্রকে বলে গণতন্ত্র
সে জাতির বিবেক বুদ্ধি অচল ভ্রান্ত।
এ জাতির দুঃখ হবে না শেষ আপন স্বভাবে,
দেশ প্রেমের অভাবে--
-------------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
*****************************
০৮-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।