সাইফুল বন্ধু আমার
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সাইফুল বন্ধু আমার
দুটো বিয়ে করে
করলো জীবনের বড় ভুল
তার উপর কেস হলো বক্ষের শূল।

সাইফুল বন্ধু আমার
পাচ্ছে না কোন বুদ্ধি,
শুধু সিগারেট খায়
করে ভুলের শুদ্ধি।

সাইফুল বন্ধু আমার
জীবন নৌকার তলা করেছে ফুটো
জীবন করবে শেষ
বড় ভুল তার দুটো।

সাইফুল বন্ধু আমার
জানে না জীবনের বেজ,
মহাভুলে
হারাচ্ছে স্বকীয়তা'র তেজ....


০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।