জীবন বন্ধু আমার
- ফাইয়াজ ইসলাম ফাহিম

জীবন বন্ধু আমার
যৌবনের মহাজন,
জীবন যৌবন সব আছে
বউ থেকেও নাই এখন।

জীবন বন্ধু আমার
বিবাহ করে পেল না সুখ,
এ্যানি'র ভাই
তারে দিলো কেস নামের অসুখ।

জীবন বন্ধু আমার
পালিয়ে গেল প্রবাসে,
মন তার পড়ে থাকে
দেশে ফেরার আশে।

জীবন বন্ধু আমার
দু'জনে থাকে একা,
মাঝে মাঝে চ্যাট-কলে
হয় তাদের দেখা।

জীবন বন্ধু আমার
পাচ্ছে না বিবাহের সুখ,
বউ থেকেও সুখ নাই
ভাগ্যে বুঝি লেখা দুঃখ।


০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।