সালমান শাহ্ বন্ধু আমার
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সালমান শাহ্ বন্ধু আমার
আস্ত এক গাধা,
সবাই কে টাকা ধার দিয়ে
সাজে বড় দাদা।

বাপের টাকা আছে
তাই বোঝে না টাকার মর্ম,
ওর যেন টাকা শেষ করাই
বড় কাজ-কর্ম।

এ দোকানে সে দোকানে
একটু বসতে চা-সিগারেট'র করে বড় বিল
সারাদিন হই- হুল্লোড়
চিল মামা চিল।

সালমান শাহ্ বন্ধু আমার
ক্যাসিনো খেলার বস,
সে কি জানে
ক্যাসিনো জীবন করে তছনছ?

ছেলেমানুষী স্বভাব
ঠিক আগের মতো আছে,
জীবন সম্পর্কে জানে না
একটু আনন্দে খিলখিলিয়ে হাসে?

সালমান শাহ বন্ধু আমার
পরোপকারী বটে,
অন্যের উপকার করে
পরে সে মহা বাটে।

সব কিছু'র লিমিট আছে
বোঝে না সে,
যার উপকার করে
সে বলে সালমান কে?

সালমান শাহ বন্ধু আমার
বোকার মতো স্বভাব,
এমন একটা বন্ধু থাকলে
কোন বন্ধু'র থাকে না অভাব।


08/07/2023
11:27 pm


০৯-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।