রহস্য ছেড়ে আপন করো
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

সিঁড়ি ভেঙ্গে নামতে নামতে
কখন যে আঁধার কেটে ভোর হলো
বুঝতেই পারিনি ৷
প্রভাত পেড়িয়ে দুপুর,
দুপুর গড়িয়ে বিকেল,
আবার সন্ধ্যা, আবার আঁধার ৷

এভাবে কতকাল যে সিঁড়ি ভাঙ্গবো?
কবে যে রহস্যভেদ করবো?
কবে যে তোমার আকাশ ছোঁবো?
কবে যে তোমার স্বপ্নে রবো?

অধরা তুমি রহস্যে কি সুখ পাও?
কেন অভিলাষী চেতনা ভাসাও?
তোমার নির্মল শুভ্রতা,
তোমার শীতল স্নিগ্ধতা,
আমাকে আস্বাদন করতে দাও ৷

ভাবনার ঘুড়ির সুতো ছিড়ে ফেলো,
দেখো মেঘের দেশে আমার পরশ পাবে ৷
বন্দী প্রত্যাশাগুলোকে মুক্ত করে দাও,
দেখো নতুন রবি তোমাকে রোদ দেবে ৷
সীমাবদ্ধতাগুলোকে ভুলে যাও,
দেখো জীবনটাই বদলে যাবে ৷
কষ্টগুলোকে আমায় দাও,
দেখো প্রাণভরে নিজের মত বাঁচবে ৷

একটিবার শুধু বিশ্বাস করে
আপন করো আমায়,
পৃথিবীটাই স্বর্গ হবে ৷

প্রতিক্ষায় তোমার ,
বলে দাও,
কবে রহস্যভেদ করে হবে আমার ?

রচনাকাল : ১৬-০৯-২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।