আসলে আমার কোন বন্ধু নেই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আসলে আমার কোন বন্ধু নেই
জীবনে কারো থেকে চাইনি টাকা ধার,
বন্ধু আমার বক বক করে
দোস্ত কত টাকা লাগবে নে!
যেদিন চাইলাম সেদিন পেলাম না
টাকার আশে হলো সপ্তাহ পার।

আসলে আমার কোন বন্ধু নেই
সবাই দেখায় মেকি ছল!
আমি তো রিক্ত আমার কি
কিছু আছে বল?


আসলে আমার কোন বন্ধু নেই
সবাই স্বার্থপর,
সবাই চেষ্টা করে
নিজের বাঁচাতে ঘর।

আসলে আমার কোন বন্ধু নেই
আমি হলাম বন্ধু'র সাইনবোর্ড,
যদি কাউকে বন্ধু ডাকি
পায় সে মনে চোট।

আসলে আমার কোন বন্ধু নেই
আমি অন্তসারশূন্য,
আমি কারো বন্ধু হলে
হবে কি তার জীবন পূর্ণ।

আসলে আমার কোন বন্ধু নেই
বন্ধু হলো মানুষের টাকা,
যার টাকা নেই
তার ভাগ্যের পথ আঁকাবাঁকা।


১০-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।