শুধু বুঝে উঠিনি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যেখানে ভেবেছি মুক্তার ঝিনুক,
আজ সেখানে কালো জলে নিরর্থক শামুক।
যে ভালবাসায় তোমাকে জেনেছি,ঢুকে গেছি,
আজ সেখানে বিরহের যন্ত্রণা অনুভব করেছি।
তুমি হেসেছিলে বলেই আপাদমস্তক চিনেছি
তুমি এক অপরূপা সুহাসিনী
শুধু বুঝে উঠিনি তুমি নও আমার ধরণী।
-----------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ১০-০৭-২০২৩ ইং
*********************
১০-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।