হাসি না হয় নাই দিলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যে নদী প্রাণবন্ত ছিল শ্রাবণের ধারা,
সে বুক চিরে ধূঁধূ বালুচর তপ্ত খরা।
যে রাঙা ঠোঁটে হাসি ছিল পূর্ণির মতো,
সে মুখে এত মলিনতা কেন- বলতো?
একরক্তি নিটোল মুক্তোয় ঝলমলে
হাসি না হয় নাই দিলে-
হৃদয়ের বজ্রপাতে বলতে তো পার
ঘৃণা কর, ঘৃণা কর—
---------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ১০-০৭-২০২৩ ইং
*********************
১০-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।