তোমারই কথাই বলবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সব কথা বলতে যেও না , রেখে দিও
কিছু কথা কবিতার চরনে গেঁথে দিও;
কেউ ভুলে গেলেও ফুল হয়ে ফোটে রবে
অযূত কালে ধরে তোমার আড়ালে
তুমি ঝরে গেলেও, বকুল হয়ে
তোমারই কথাই বলবে প্রেমের মালা হয়ে।
--------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১২-০৭-২০২৩ ইং
*********************
১১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।