খন্ড খন্ড ভালোবাসা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী ২০-০৫-২০২৪

[১]
একে অপরের দিকে লুকিয়ে চুরিয়ে বারবার তাকিয়ে থাকা,
এই হলো ভালোবাসার লক্ষণ- মন দেওয়া নেওয়ার শুভ সূচনা।

[২]
তোমার মধ্যে বাস করতে পারলে মন শান্তি পেতো,
তোমার শরীরের রক্ত হলে- এই আশা পূরণ হতো!

[৩]
এই যে তোমায় সামনাসামনি না দেখতে পাওয়া-
তাই তো তোমার মনের দরজায় সরাক্ষণ কড়া নাড়া।

[৪]
প্রিয়ার কোনো কথায় যদি প্রেমিক কষ্ট পায়,
তবে প্রেমিকের সে কষ্ট ঘুচবে না কিছুতে-
যদি না প্রিয়া নিজের ভুল বুঝে অঝোর ধারায় কাঁদে।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।