ব্যদনার বীজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যদি দেখা না হত এত শোভা ! এত সুন্দর !
হয়তো উজ্জীবিত হত না, আবার
এত টুকরো টুকরো হত না রক্ত কণা
বুকের নিভৃত কোণে স্থাপিত হত না
এত যন্ত্রণার স্থাপত্য শৈলী !
এটাই বুঝি ভালবাসার প্রতিদান।
তবু বুঁনেছি এই ব্যদনার বীজ
তবু সযত্নে রেখেছি অন্তর পুরিতে।
----------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১২-০৭-২০২৩ ইং
*********************


১২-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।