অযূত তৃষ্ণা যেন এ বুকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে ফুল ফোটার কথা ছিল ফোটেনি !
অভিমান করে চুপষে গেছে আড়ালে
গোধূলি সন্ধ্যার রক্তপাতে
সোনালী রৌদ্রের মিষ্টি হাসিটাও
অন্ধকার আকাশে প্রতীক্ষার প্রহর গুনে
যদি প্রভাত আসে
চুমু আর আলিঙ্গনে
হৃদয়ের ফুলদানিতে সযত্নে রেখে দিবো
প্রণয় জলের মত্ত নাচে-
এখনো যে ফুল ফোটার কথা ছিল ফোটেনি !
অযূত তৃষ্ণা যেন এ বুকে
ঝড় বাদল বৃষ্টির অপেক্ষায়
জল শুন্য নদী চড়ের বালি-
-------------------------------------

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৭-২৩ ইং।
******************************


১৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।