ভালবাসার কাননে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এমন কিছু নক্ষত্র আছে, শুধু জ্বলে শুধু জ্বলে !
যা শুধু স্মৃতির পাতায় সিন্ধুভৈরবী
যা শুধু ধরা ছোঁয়ার বাইরে জয়জয়ন্তীর মত
ক্ষত বিক্ষত করে যায় ভিতর দেয়ালে।
কি এক অজনা অভিমানে আড়াল হয়ে যায়
দিবসের প্রখর রৌদ্রে।
একটি প্রাণ কিভাবে কাঁদে বিপুল যন্ত্রণায়
তার খবর তার কাছে নেই
তবু কতক প্রাণ তারে ভালবাসে পাগলের মত
তা সে বুঝতেও চায় না
একটা হৃদয় কিভাবে বাঁচে সেই শুধু জানে।
এটাই ভালবাসার পরিনাম !
এটাই রক্ত গোলাপ, এটাই মুহুর্মুহু কষাঘাত !
তবু ভালবাসার কাননে ফোটে পদ্ম !
----------------------------------------

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৭-২৩ ইং।
******************************


১৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।