হয়তো তুমিই সে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৭-২৩ ইং।
******************************
পিঞ্জরের গভীরে কেউ একজন গড়েছে বসত,
যাকে দেখেনি কখনো, কিন্তু মিস করি বিপুল
সারাক্ষণ কানামাছি খেলে-
ক্ষণে ক্ষণে শিহরণ তুলে আবার আঘাতও করে
ভারী চমৎকার অনুভব !
কিন্ত লোকে বলে তুমি নাকি আমার প্রেমিকা !
আসলে কি তুমি তাই ?
কখনো কি তোমাকে দেখেছি কিংবা বলেছি ?
যদি তাই না হয়
তবে কেন তোমার এতো অনাগোনা, এহ সমাগম?
পিঞ্জরের গভীরে কেউ একজন গড়েছে বসত,
হয়তো তুমিই সে !
---------------------------------------------


১৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।