স্পর্শ্ করিয়ো না
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ভালবেসে লজ্জাবতীকে স্পর্শ্ করিয়ো না,
তোমার পরশে সে বর্ণহীন নিভৃত প্রাণ !
সে রাঙা ফুলে ফুলে ছলনার মতো ডাকে,
তুমি কাছে গেলেই নিজেকে লুকিয়ে রাখে।
যেন সে তোমাকে দেখেনি, তোমাকে বলেনি
আর তুমি বোকার মতো নিরন্তর ভালবেসে
ক্ষত বিক্ষত করছো অবুঝ প্রাণ
প্রেমের শিরহণ আজ ছলনার ছোবলে
বাঁশির সুরে উঠেছে বেজে মৃত্যেুর অভিযান !
মুমূর্ষ বিবর্ণ যত ভালবাসার প্রাণ–
ভালবেসে লজ্জাবতীকে স্পর্শ্ করিয়ো না,
সে কখনো চিনবে না তুমি কে? সে কখনো বলবে না
তুমি তার ভালবাসা
যতই সে ফোটুক রাঙা ফুলে ফুলে-
-----------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************
১৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।