যদিও ভীষণ নিরব
- মোঃ আমিনুল এহছান মোল্লা

আঘাতগুলো করতলে তুলে নিতে দাও
এ প্রাণে সযত্নে রাখি।
সেই গোলাপের বিষাক্ত কাঁটা প্রাণের ভিতরে
এখনো রক্ত ফোটা হয়ে ঝরে !
কবে সেই তুমি এসেছিলে সোনালী প্রভাতে
রঙিন ছবি হয়ে
অবুঝ এই মন কুটিরে, হয়তো ভুলেও গেছো
কিন্তু আমি তো পারিনি
তাই তো তোমার দেওয়া অযূত চিহ্নগুলো
এখনো ভীষণ বিষাদে ফোটন্ত গোলাপের মতো
হৃদয়ে কাননে জেগে উঠে
বিষাক্ত কাঁটার আঘাতে আঘাতে
তুমিই ছোঁয়েছো গভীরের স্পন্দিত আকাশ
যদিও ভীষণ নিরব--
-----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
*****************************


১৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।