জীবন পরিপূর্ণ
- ফয়েজ উল্লাহ রবি

আধা চাঁদ আসমানে আধা চাঁদ মেঘের আড়ালে
ভালোবেসে সখি তুমি দূরে কেনো দাঁড়ালে।
আধা প্রেম বুকে তোমার আধা মনের গোপনে
নিত্য তোমায় মিশে থাকি তোমার-ই স্বপনে।
আমরা দুজন দু'জনে বিলীন ভুলে এই ধরণী
থাকবো পাশে কাছাকাছি করে তোমায় ঘরনী।
তোমার হাতে রেখে এই হাত হয়ে যাবো বৃদ্ধ,
সোনালী দিনরাতে সুখের ভেলায় ছড়ে সিদ্ধ।
এক জীবনে আর কি যে চাই তোমায় পেলেই ধন্য,
তুমি-আমি এক পৃথিবী জীবন পরিপূর্ণ।

দাম্মাম, সৌদিআরব
১৪ জুলাই ২০২৩


১৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৯-২০২৩ ২৩:১১ মিঃ

আধখানা চাঁদ গগনে আর আধখানা মেঘ আড়ালে,
ভালোবাসার সখি তুমি দূরে কেনো দাঁড়ালে?
আধা প্রেমে আছি বাঁধা আধা মনের গোপনে,
নিত্য তোমায় মিশে আছি এক তোমারই স্বপনে।
হতে দু'জন দু'জনে লীন ভুলে গিয়ে ধরণী
থাকবো পাশে কাছাকাছি করতে তোমায় ঘরনী।
হাতে রেখে হাতটি তোমার হতে যে চাই বৃদ্ধ,
সোনালী দিন সুখের ভেলায় হয়ে যাবো শুদ্ধ।
এক জীবনে চাই না কিছু তোমায় পেলেই ধন্য,
তুমি-আমি এক পৃথিবী জীবন পরিপূর্ণ।