হৃদয়ের পল্লব জুড়ে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

যে সৌরভ সুবাসে পৃথিবী হত বিহ্বল,
ব্যাকুল প্রাণে ছুটে যেত ভ্রমরের দল।
আজ কার সাথে অভিমান করি
লুকায়ে রেখেছো অপরূপা পুস্পদল ?
এ রূপের সম্ভার ! এ তো শুধু তোমারই,
পৃথিবী ভালবেসেছে তোমায় - এর জন্যই
আজ কার সাথে অভিমান করি ?
প্রাণ খুলে আর হাসনা পুস্প কাননে !
যেখানে শুন্যতায় আমি
সেখানে পরিপূর্ণ্তায় তুমি।
শুধু তুমিই অম্লান মঞ্জরী ফুটে আছো
এ প্রেমময় বনবীথি- ছায়াতল।
হৃদয়ের পল্লব জুড়ে পুস্পের বিচ্ছুরণ।
তুমিই শুধু দিতে পারো--.
----------------------------------------

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************


১৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।