মুক্তির নির্মল স্পর্শ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই কবে অনুভূতির অম্লান মঞ্জরী হয়ে
হৃদয় কাননে ফুটে আছো নির্ভয়ে !
এক উপলব্দির শেষ সীমানা দখল করে
স্বাধীন পতাকা উড়ায়ে এ হৃদয় মন্দিরে।
তুমি আছো স্বর্গিয় ডানা মেলে
যেখানে এখনো
ভালবাসা স্বাধীন হয়নি, তুমুল যুদ্ধ চলে
যেখানে তুমি সীমারের মতো ছলনার ছলে
ক্ষত বিক্ষত করে যাচ্ছো অবুঝ প্রাণ
তবু আমি গেয়ে যাই তোমারই গান।
কবে শেষ হবে এ বিষাদের যুদ্ধ ?
ভালবাসা স্বাধীন হয়নি এখনো
হৃদয় হতে হৃদয়ে স্বর্গিয় প্রেম অবরুদ্ধ।
মুক্তির নির্মল স্পর্শ তুমিই দিতে পারো
উদ্যানে ভালবাসার পতাকা তুলে ধরো।
--------------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৫-০৭-২৩ ইং।
******************************
১৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।