এ কি নিদারুণ প্রতিদান
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এতটুকু জোনাকী আলো,
কি দারুন ম্যাজিক দেখাচ্ছে অন্ধাকার !
অথচ প্রখর রৌদ্রে আড়াল হয়ে যায়,
নিভে যায়,লুকায়ে যায় ঝোঁপ ঝাড় ।
যে ঝলক ! দিবসের শুভ্রতা বুঝে না,
সে অয়ূত অহংকারে ভুলে যায়
সূর্যের শুভ্রতাকে
সে শতাব্দির পর শতাব্দি
সেই সূর্যেরই প্রহর গুনেছে ভালবাসার প্রয়াসে
প্রণয়ের উৎসবে
যেখান থেকে জন্ম হয় বেঁচে থাকার অবলম্বন।
আজ তাকেই সে করে তুচ্ছ!
এ কি নিদারুণ প্রতিদান ! এ কি ভালবাসা !
-------------------------------------

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৮-০৭-২৩ ইং।
******************************


১৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।