ধর্ষিত সাদা বেড়াল
- মোঃ আমিনুল এহছান মোল্লা
যদি তুমি শরীরের জ্যোৎস্নাকে দেখাও,
যৌবনের শুভ্রতা খুলে দাও
ঝর্ণা প্রবাহে তরঙ্গ তুলে দাও নদীর পথে পথে
অথৈ সাগরে ডুব দিবে হাঙ্গর হায়েনা কুমির!
তুমি হবে ক্ষত বিক্ষত ধর্ষিত মঞ্চ।
শরীরের বিছনা হবে রক্তাক্ত প্লাবণ
তোমার এইসব উত্তেজিত পল্লব শাখে শাখে
সুরভী পাঁপড়িগুলো খসে খসে পড়বে
নোংরা ডাসবিনে
তুমি হবে পোকা মাকড়ের প্রিয়া
ঠিক তখনই লেখা হবে ধর্ষিত সাদা বেড়াল।
শরীরের জ্যোৎস্নাকে দিও না মেলে
হিংস্র হায়েনার খোলা জানালায়—
জ্যোৎস্নার ঝলকে অসংখ্য কীট পতঙ্গ
ওঁত পেতে আছে—
----------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৭-২৩ ইং।
******************************
১৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।