স্বরচিত প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বরচিত প্রেম, সযত্নে লিখিত টাকার নোটে,
হৃদয়ে এখন রিক্ততা শুধু রিক্ততা ।
প্রেম এখন টাকার নোটে অংকিত সুখ,
ভালবাসা মরে শুধু হৃদয়ের অবহেলায় ঝরে
তরঙ্গেরা কাঁদে জলশুন্য বালু চর !
হৃদয়েরা ভুলে গেছে নিজস্ব মর্ম্র।
প্রেমের স্মৃতিরা শুধু বেঁচে আছে এ্যালবামে
অশ্রুধ্বনির নাভীমূলে
কত শত শোকের ছায়ায়
কেউ যদি চায়
প্রেমকে কিনে নেবে টাকার নোটে
সে হয়তো ভাবতে পারে
এখানেই প্রেম সুখ স্বর্গে ভরি
না, না স্বরচিত প্রেম
শুন্যতার্ এক বিষাদ সিন্ধু।
---------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৪-০৭-২৩ ইং।
******************************
১৫-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।