দেশদ্রোহীদের মন্ত্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা
হায়, কোথায় বীর ! কোথায় খুঁজিস তারে ?
আপন ঘরে লুকিয়ে সে যাচ্ছে মরে মরে !
মাদক নেশার উতাল স্রোতে ভাঙছে স্বপ্ন দোর,
নেতার ডাকে অস্র ধরে নিভছে প্রদীপ তার ।
দুঃখ জাতির অসীম জ্বালা বক্ষে থাকি থাকি,
স্বপ্নের মৃত্যু দেখছি আমি অশ্রুজল আঁখি ।
অকাল মরণ ধেয়ে আসে হরেক সন্ত্রাসে,
ওইদিক দিয়ে মীরজাফর বেজায় উল্লাসে।
জাতির বিবেক জ্ঞান পাপী শক্তিহীনার দ্বারে
হায়, কোথায় পাব, কোথায় বীর এই বঙ্গ তর ?
বীর আমি পেয়ে পেয়ে হারাই বারে বারে,
দেশদ্রোহীদের মন্ত্র নিয়ে যাচ্ছে ঝরে ঝরে।
-------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৭-২৩ ইং।
******************************
১৬-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।