স্বপ্নের বুকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কিশোর কিশোরী এই নীরব নিশীথ রাতে,
ঘরের বাইরে নানান অপকর্ম্ সংঘাতে !
যুগল বন্ধি হয়ে কি কথা স্মরণ রাজে ?
আলিঙ্গন প্রণয়ে নিষিদ্ধ কত কি কাজে!
দিন শেষে কত ক্রন্দন অন্তর মাঝে
জীবন যখন গুমরে ওঠে ব্যর্থ্তাতে
জাতি তখন স্বপ্ন হারায় সোনালী প্রভাতে।
কেন এই নিথীতে কিশোর- কিশোরী
অস্র হাতে, মদ হাতে -মুখে বিড়ি ?
কেন তারা গোপনে দু’জনা শয়নে
কি এমন প্রেম! কি এমন তৃষা মরণে ?
জাতির দিপালী কোথায় ?
ঘরের অভিবাবক কোথায় ?
স্বপ্নের বুকে এখন একগোছা বৈদ্যুতিক তার !
সাড়া অঙ্গ জ্বলে পুড়ে ছাঁই, বাকী নেই কিছু আর।
--------------------------------------------
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৬-০৭-২৩ ইং।
******************************
১৬-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।