পরদেশী.....
- ফয়েজ উল্লাহ রবি

সাদা-কালো জীবন তাদের
পাপ-পুণ্যে ভরা,
সুখের আশায় ঘর ছেড়ে আজ
দুঃখের পাহাড় গড়া।
একটু ভালো থাকার জন্য
কষ্ট বুকে বাঁধে,
সুখ যে সোনার হরিণ বুঝলে
তখন শুধুই কাঁদে।
হাত বাধা পা বাধা ওদের
দূর প্রবাসের কাজে,
মনের ভেতর বিদা-নিশি
দেশের সুর যে বাজে।
মন কাঁদে তার মুখ ফুটেনা
দুঃখ জমা বুকে,
হাজার কষ্ট নিয়েও তারা
থাকে হাসি মুখে।
পরিবারের সুখের জন্য
রাখছে জীবন বাজী,
সব দিয়ে শেষ শূন্য হাতে
থাকতে ওরা রাজী।

১৭ জুলাই ২০২৩


১৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-১০-২০২৩ ১৩:০৮ মিঃ

সাদা-কালো জীবন তাদের পাপ-পুণ্যে ভরা,
সুখের আশায় ঘর ছেড়ে আজ দুঃখের পাহাড় গড়া।
একটু ভালো থাকার জন্য কষ্ট বুকে বাঁধে,
সুখ যে সোনার হরিণ বুঝলে তখন শুধুই কাঁদে।
হাত বাধা পা বাধা ওদের দূর প্রবাসের কাজে,
মনের ভেতর দিবা-নিশি দেশের সুর যে বাজে।
মন কাঁদে তার মুখ ফুটেনা দুঃখ জমা বুকে,
হাজার কষ্ট নিয়েও তারা থাকে হাসি মুখে।
পরিবারের সুখের জন্য রাখছে জীবন বাজী,
সব দিয়ে শেষ শূন্য হাতে থাকতে ওরা রাজী।

১৭ জুলাই ২০২৩