প্রাণে প্রাণে হিংসা দেখি
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রাণে প্রাণে হিংসা দেখি জীবন রণে রণে,
চলার পথে রক্ত কাঁটা প্রেমের কমল-বনে।
লোভ লালসা গর্জে উঠে করে কোলাহল,
বন্ধনগুলো ভেঙ্গে চূড়ে মীরজাফরের দল
নিয়েছে ছিনে হৃদয় পরশ হিংসের দল বল
হৃদয় এখন প্রেম শুন্য অশ্রুভরা জল।
মানবের মানবতা হারায় ক্ষণে ক্ষণে
পারিবারিক বন্ধনগুলো বড়ই আনমনে !
স্বার্থ্ ছাড়া কেউ আসেনা এ সাগর নদী
সবাই শুধু হিসাব কষে তরী ডুবে যদি !
শ্রেষ্ঠ মাঝি হারায়ে পথ, হারায়ে পরিচয়,
প্রাণে প্রাণে হিংসা এখন জীবন পথে ভয়!
চাওয়া পাওয়ার হিসাব কষে করছে কূল ক্ষয়,
মানুষ আর মানুষ কি ? ধারের কাছে নয়।
----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৭-২৩ ইং।
******************************
১৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।