প্রেমের জেল খানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের জেল খানায় কয়েদি হতে এসেছি,
আমৃ্ত্যু বন্দী হতে এসেছি,পুলিশ ডেকেছি
বিচারকের এজলাসে উঠেছি
এখানেও বিচার শুন্য, বাঁশির উদাস কাদন
যদিও অপরাধ করেছি, তবুও খোলা বাঁধন।
বিবাদী নিশ্চুপ ! থাকে দূরে দূরে
হয়তো হত্যা করেছি পথ-বঁধরে
ফাঁসির মঞ্চে উঠতে চেয়েছি ! শুধু বলুক
এই মামলা চলবে -চুলক
প্রেমের জেল খানায় কয়েদি হতে এসেছি,
আমৃ্ত্যু বন্দী হতে এসেছি,পুলিশ ডেকেছি
আমি বাদী বলেছি
বিবাদীকে গভীর ভালবেসেছি-
আমি বন্দী হতে এসেছি, বক্ষে ব্যাথা লাগে
সাক্ষী এই হৃদয় ! দিবা-রাত্রি বিনিদ্র জাগে।
---------------------------------------------

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৭-২৩ ইং।
******************************


১৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।