এ ক্ষমতা নহে গো ক্ষমতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ ক্ষমতা নহে গো ক্ষমতা ওহে বন্ধু !
দূর্গমগিরি দিতে হবে পারি বিষাদ- সিন্ধু।
এ পথ চলা হবে শেষ চলার শেষে
কি পেলে হে বন্ধু অবশেষে ?
এ নহে গো ক্ষণিকের আলাপন
এ যে মুক্তির ডাক, মুক্তির পরশন।
কি লাভ হবে ক্ষমতাবান পরিচয়ে?
যদি নাও তুমি সত্যবান হৃদয়ে হৃদয়ে।
আজ হয়তো তুমি দুর্বার- বাহুবল
আজ হয়তো তুমি দূরন্ত কোলাহল
সেদিন দূরে নয় ব্যথিত প্রাণে
কান্নার সুর উঠবে বেজে গানে গানে।
সেদিন অজস্র পরাজয় করবে অপমান
এ নহে গো ক্ষণিকের আলাপন
এ ক্ষমতা নহে গো ক্ষমতা ওহে বন্ধু !
দূর্গমগিরি দিতে হবে পারি বিষাদ- সিন্ধু।
----------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৭-২৩ ইং।
******************************
১৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।