শত অপমান ভুলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শত অপমান ভুলে গেয়েছি তোমার গান,
শুধু চেয়েছি তবু যদি হয় অহংকার অবসান।
ভালবেসেছি এইটুকুই রবে পরিচয়,
অন্তরে গেঁথেছি ব্যাথা লুকায়ে রয়।
জানি বলবে না ভালবাস, দিবে না পরিচয় !
তবু যদি অহংকার অবসান হয় ।
হয়তো শুধু গেয়ে যাব গান, বলে যাব কথা
হয়তো পরাজয় হবে,হয়তো মিছে আকুলতা।
তবু ভালবেসেছিলাম শুধু
একটু বিজয়রের আশায়
যদি অহংকার পরাজিত হয়!
কিন্তু না, এ বুকের ভালবাসা শুধু তব ফাঁসি !
কভূ ছোঁলে না, কভূ বুঝলে না এ হৃদয়ে আসি।
শত অপমান ভুলে গেয়েছি তোমার গান,
শুধু চেয়েছি তবু যদি হয় অহংকার অবসান।
----------------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ১৭-০৭-২৩ ইং।
******************************


১৭-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।