মন চায় গলায় দেই ফাঁস
- ফাইয়াজ ইসলাম ফাহিম
মন চায় গলায় দেই ফাঁস
সকল যাতনা
সকল আশা
করে ফেলি নাশ।
মন চায় গলায় দেই ফাঁস
এ জীবন আর ভালো লাগে না
জীবন বাঁচাতে কেন
করতে হয় এ্যাত্ত হাঁস -পাশ?
মন চায় গলায় দেই ফাঁস
যারে ভালবাসার আশ,
সে নেই কাছে
সে বর্ডারের ওপাশ।
২০-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।