সেই মাটির প্রেম
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই গ্রাম, এই মাঠ সবুজ ছোঁয়া মাটি,
কত না ছিল যৌবন দীপ্ত পরিপাটি।
কৃষাণ- কৃষাণীর ঘামে ভেজা ফসলের ঢেউ,
কত না ফুলে ফলে ভরা রবি শস্য লাউ ।
বিষাক্ত কালো ধোঁয়া নগরের উত্থানে।
সেই ঐতিহ্যের কথা কয় কানে কানে
স্মৃতি হয়ে ভেসে ওঠে গোলা ভরা ধান,
হাস মুরগি গরু ছাগল জারি সারি ভাটিয়ালী গান ।
শরীরে জেগে ওঠা কাঁদা মাটি ধূলো-বালি
সেই মাটির প্রেম, সেই আলিঙ্গন কি করে ভুলি ?
আমি যে গ্রামের ছেলে, এখানেই পূর্বসূরীর কবর
এখানেই যেতে হবে, সে কি আছে খবর ?
যেখানে তরুলতা ঘেরা সবুজ শ্যামল মাটি,
যেখানে প্রাণের অমৃত বন্ধন বিশুদ্ধ খাটি !
সেই মাটিতেই প্রেমকে সযত্নে রেখেছি
ফিরে এসো, তোমার খুঁজেই পথ চলেছি –
--------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************
২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।