জুলুমের চাবুক
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এ প্রাণে সংঘাত ! চারিদিকে জুলুমের চাবুক!
এখানে নিশ্চিহ্ন ন্যায়নীতিবোধ সমৃদ্ধ বুক।
যে মুক্তির জন্য রক্ত ঝরেছে যুগ যুগ ধরে,
সে রক্ত নিভৃতে বয়ে যায় বঙ্গোপসাগরে।
মুক্তিকামী প্রাণে প্রাণে এখন রক্ত ঝড় !
দেশদ্রোহীরা নেচে গেয়ে দেয় হুঙ্কার
কান্ডারীর বুকে হিংসা বিদ্বেষ হানাহানি-
লুটেরাজ, চোরদের মাখামাখি-কানাকানি।
কোথাও নেই মুক্তির পাঞ্জেরী,
কোথাও নেই দেশপ্রেমিক দিশারী !
স্বাধীন মাটিতে এখন রক্ত প্রসব !
হুজুগে মাতাল, বেতাল গুজব ।
প্রাণে প্রাণে চিৎকার ! প্রাণে প্রাণে ধিক ধিক !
তবু ওরা জুলুম অত্যাচারের ঠিক ঠিক !
এ প্রাণে সংঘাত ! চারিদিকে জুলুমের চাবুক!
এখানে নিশ্চিহ্ন ন্যায়নীতিবোধ সমৃদ্ধ বুক।
--------------------------------------
নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২১-০৭-২৩ ইং।
******************************
২১-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।